উজ্জ্বল প্রভাতেরে করিলে আজি রবি,
তুমি ছাড়া এ পৃথিবী অগোছালো ছবি।
তোমার অগ্নিশিখা দিলো কত যে প্রাণ,
তুমি ছাড়া বিশ্বভ্রমান্ড মহাশ্মশান!
মেঘ বৃষ্টি সৃষ্টি বিনাশের  অভিলাষে,
জাগো যে আপন মনে রজনীর শেষে।
কান্না হাসি সুখে দুখে সাক্ষী তুমি হলে,
কার সাধ‍্য আছে যে তোমায় মিথ্যা বলে!
কতো প্রশ্ন করি যে উত্তরের আশায়,
মৃদু হেসে বলো,' এ বোকা মোরে হাসায়'!
তোমা গুরুত্ব বুঝিবারে দিয়েছ রাতি,
জেনে শুনে তুমি আঁকিলে মহান যতি।
আবারো জাগো দুঃখ বেদনায় বিদায়ে,
উদিয়মান থেকো সকলের হৃদয়ে।


   *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৯/০১/২০১৮ ইং
   ১৫ মাঘ,১৪২৪ বাং
        সকাল: ৬.৩৬