বাঙলার মাটি ভাই
ফলে সোনার ফসল।
রুমঝুম চাষি চলে,
মুঠ বয়ে গ্ৰামে।
বাঁকা হাসি হাসে
বধূ, ঘোমটা আঁড়ালে।
গাভী আছে ছায়াতলে,
হাঁস চলে জলে।
খোঁকাবাবু কেঁদে বলে,
'নেবে নাকি কোলে!'


-----  ^^^^^^-----
       নিজ বাসভবন, ধ‍র্মনগর
           উত্তর ত্রিপুরা, ভারত
           তাং: ১২/১০/২০১৭
                সন্ধ‍্যা-০৫.২৫