কে ছিল সে পথিক,
যে সংজ্ঞাহীন করিল তোরে!
খুশিতে যার তুমি মুখ ফেরালে,
তোমার চির পিপাসিতে অবহেলা করে।
অনুমতি নিয়ে আসি-
বারেক দেখিব আবার‌ও
তোমার ঐ রাঙা ঠোটের হাসি।
তবুও মিটিল না সে আশা,
ব‍্যর্থ হল ভালোবাসা।
অন্তর উঠিল জ্বলি,
হাসিয়া উঠিলে ডলি
তুমি ঐ পথিকের তরে।
বড়ো ব‍্যথা দিলে মোরে,
তোর অনাকাঙ্খিত ব‍্যবহারে।
আমি ডাকি যত তোরে,
দূরে সরে যাও তত!
না শুনার ভান করে
আর দূরে গেলে সরে-
সে যদি দেখে তোকে।
প্রিয়া তুমি খুশী থেকো,
নাই মোর কোনো ব‍্যথা।
ভালোবাসি তবু তোরে,
এটাই মোর মূল কথা।



   ১১/০৬/২০১৭ইং
২৭শে জ‍্যৈষ্ঠ ১৪২৪বাং
         উত্তর ত্রিপুরা
             ভারত