মনোরম মধুকর সাজিয়ে ধরণী,
তরুরাজিতে উচ্ছল বিহঙ্গ মোহিনী।
মুকুলিত আম্র পল্লবী কানন হেরি,
উৎফুল্ল গগনের ভ্রমরা ভ্রমরী।
চমকে হেরিনু আজি গগনের তনু,
হেথায় মেখেছে সাতরঙা রামধনু।
রসের সাগরে ভাসিল হৃদয় ভেলা,
জুড়াবে কিনা বল আজি হৃদয় জ্বালা!
স্নিগ্ধ সমীরে দুলে বাবুইয়ের বাসা,
হৃদয়ে জমা হয় নিত্য নতুন আশা।
মধুর স্বরে মোহিত করে কাকলিরা,
কথোপকথনে আলোভেজা শালিকেরা।
সুরভি নিশ্বাসে জেগে উঠি বারবার,
পুষ্পভূষণে সাজিল ধরণী আবার।


         *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৭/০১/২০১৮ ইং
    ২২পৌষ,১৪২৪ বাং
        বিকাল:১.২৭