সবজিক্ষেতে খাটে কৃষক শীতে,
ন‌ইলে সে মরবে ভাতে।
দূর গ্ৰামে কাজ করে,
কুয়াশা ভেজা শীত ভোরে।
ভেজা সব্জি কপি মুলো,
বিকল করে শিরা গুলো।
চারিদিকে আজ ধূম্র পাহাড়,
পেড়িয়ে যায় সে কাঁটাতার।
ছোট নদী পাড় হ‌য়,
ভাঙা সাঁকো তাই ভয়।
ভেজা ডানা নেড়ে ডাকে,
বুনো পায়রা থেকে থেকে।
কৃষক সুরে গান গায়,
শীত তাড়ানোর সহজ উপায়।


   *********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ৪/০১/২০১৮ ইং
    ১৮পৌষ,১৪২৪ বাং
        সকাল:৬.৩১