কর্মফলের খেলায় জড়িয়ে আমরা সকলেই,
পাপ পুণ্যের দ্বন্দ্বে হারিয়ে ফেলি কতশতই।


পাপের আকর্ষণে মুগ্ধ হয়ে পথ ভুলে যাই,
সৎ পথ ছেড়ে  অন্ধকারের এগিয়ে যাই।


মিথ্যা, লোভ, ঈর্ষা, রাগ, সবই পাপের লক্ষণ,
এগুলোতে ভরে যায় মন, যার ফলে হয় জীবন ভীষণ।


পুণ্য পথে হাঁটলে আনন্দ আসে মনে,
পরোপকার, সত্য, আর সাহস ভরে প্রাণে।


সাহায্য করো দুঃস্থদের, দান করো অভাবীদের,
এতেই পুণ্যের ভাণ্ডার ভরে  হবে জীবন সুখের।


চিরকাল চলবে লড়াই পাপ পুণ্যের,
কোন পথে হাঁটবে তার করো বিচার।


পাপের ফল কখনোই ভাই হয় না মধুর ,
পুণ্যে পথেই মুক্তি মিলে থাকো তুমি তাতেই বিভোর।