টাকা টাকা করছো কেন,
সমাজটা কি টাকার যেন?
টাকার পিছে ঘুরে ঘুরে,
মান অপমান রাখলে দূরে!
ছোট বড়ো বিভেদ ভুলে,
টাকার থলি নিলে তুলে।
সকাল সন্ধ্যা টাকার কথা,
কত জনে দিলে ব‍্যথা!
রাতে দিনে গুনাহ শুনি,
অন‍্যায় পথে হানা-হানি!
টাকার জন্য শুধুই টাকা,
জীবনটা যে র‌ইল ফাঁকা।
পথে ঘাটে দেখা হলে,
মানুষ যারা কথা বলে!
কর্ম করো কর্ম ভালো,
মানুষ তুমি কেন ভুল?


***********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১১/০৩/২০১৮ ইং
   ২৬ ফাল্গুন,১৪২৪ বাং
       সকাল: ৫.২৫