হ‍্যাঁ!
      আজও ভালবাসি তোমায় আমি
সারা হৃদয় জুড়ে অন্তরে বাহিরে।
       জানি না! ব‍্যর্থ প্রেমিক আমি-
জানি না আজ কেন এত কষ্ট হল,
       মনে হয় হৃদয়পিন্ড ফেটে রক্ত
বেরিয়ে এল  রাঙা গোলাপের রঙে।
       মনে হয় কখনো তুমি ভালোবাসনি
‌আমায়, সত‍্যিকারে হৃদয়ের গভীরে।
      কথা বলা চলা মেলা প্রতিক্ষণ সাথে সাথে,
তবুও রেখেছ তফাত মনের গভীরে।


হৃদয় ভরে দিলে তুমি তারে,
      মনের বাগান ভরা নানা ফুলে;
বিলায়েছ সুবাস তুমি তার তরে।
      তারে খুজিল তো'র পাগল হিয়া,
তবুও হায়!খুজে নাহী পাও;
       ব‍্যর্থ মনোরথে চারিদিক তাকাও।
মিলনের টানে বিরহ বেদনা,
        ভরিল তোমার সুচতুর অন্তর।
"ওহে ব্রত!তাঁর খোঁজে তোমা' কোথা!
         দয়া ভরে দেখা দাও তারে,
বিরহ জ্বালা সহিতে না পারে একলা!"
                  ...(চলবে)


         ২৯/০৬/২০১৭ইং
      ১৫য় আষাঢ়, ১৪২৪বাং
         নিজ বাসভবন,ভারত
              উত্তর ত্রিপুরা