ছল চাতুরী হলো কতো,
এবার যদি ক্ষান্ত হ‌ও!
আছে শুন দুঃখ কথা,
ব‍্যথা বহে নদীর মতো!
তেষ্টা আমার জীবন ভরা,
মাঠ ফাটানো রোদের দিনে!
সৃষ্টি সুখে তোমায় খোঁজি,
আসবেনা যে সেটাও বুঝি!


********


তাং: ৮/০৬/২০১৮ ইং
২৪জৈষ্ঠ,১৪২৫ বাং
রাত:৯.৪৫
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত