আমি অকম্পিত কণ্ঠে
চিৎকার করে বলি-
এই দেশ আমার
এই মাটি আমার
এই সুন্দর বাড়িটাও আমার,
এই দামি গাড়ি খানা
আমার নয়তো হবে আর কার ?
এই চিন্তা চেতনা
আর বিশ্বাসে-
তুমিও তো আমার।
এই সন্দেহ আমার,
এই নিশ্চয়তাও আমার।
'আমার' শব্দের শেষ ঠিকানা
মনে হয় অনেক অনেক দূরে,
কোন এক তেপান্তরের
মিলে মিশে ক্ষান্ত হয়,
শুনা যায় না আর তার-
হুঙ্কার-আস্ফালনের
বিজয় ধ্বনি।
কখনো আমি চেতনার গভীরে
নিমজ্জিত হ‌ই -
খোঁজতে থাকি আমাকেই আমি;
আমি দিশেহারা হ‌ই-
আবার নিজেকেই  প্রশ্ন করি-
আমি কে?
আমি কার?
আমার উপর কার‌ই বা আছে অধিকার?
কিসের অধিকার?
আরো বড়ো প্রশ্ন উঠে, মনে-
'আমি' সত্যি কি আমার?
মনে হয়-না! না! না!
'আমি আমার নয়'।
কারণ-কোন কিছুই তো ক‍রিনি আজও-
আমি আমার মতো।
আজ আমি আমার জন‍্য বাঁচিনা,
আমি আমার জন্য কথা  বলিনা।
আমি সন্মান করতে বাধ‍্য হই আজ-
অপরের-চাওয়া আর পাওয়া,
তোমাকে খুশী দিতে
নিজে  কাঁদি আজ‌ও গোপনে।
কেন যেন আজ মনে হয় আমার-
'আমি আমার তো নয়‌ই‌ বটে,
তোমারও হতে পারিনি আজ‌ও।'
-----------++++++-----------
নিজ বাসভবন, ধ‍র্মনগর
     উত্তর ত্রিপুরা, ভারত
     তাং: ১৬/১০/২০১৭
       রাত-১০.১৬