কবিতার নাম সম্পর্কে কিছু কথা।
ফিদু   এটা ভালোবাসার আদুরে নাম। পুরোনাম ফেরদৌসি এর  সারসংক্ষেপ। পাঠকমণ্ডলীর বোধগম্যের জন্য জানিয়ে  দেওয়া হলো। এবার মূল কবিতায় আসি ।


      একাকিত্বের কি কষ্ট
     একা থাকলে বুঝা যায়,
ভালো হবে না নাওয়া-খাওয়া
     দিন কাটবে বিষন্নতায়  ।


      আলোকিত সুর্যটা কে
      কালো মেঘের বর্ষায়,
ঘুম পাড়ানি মাসি-পিসি'র দেশে
      যেনো দিচ্ছে চিরবিদায়।


     একাকি মন চাই
     এমন এক আঁখি,
যার কোমল চাহনিতে
পুলকিত হবে মনপাখি।


    খেলে যাবে মনে এক
আনন্দ ভালোবাসার ঢেউ,
শূন্য পিঞ্জর টা ছটপট করবে
আহ  ! যদি আসে কেউ  ।


  এই একাকিত্বের জীবনে
জানপাখি ফিদু'র শুভাগমন,
গ্রীষ্মের উত্তাপ মরুভূমিতে
যেনো আষাঢ়ে বারি বর্ষণ।


   হয়ে যায় তার সাথে এক
   হাম-সফরের স্বপ্ন অর্পণ,
আমার মনের অন্ধকার কুটিরে
   যেনো আলোকিত দর্পণ।


বুঝিনি সামান্য বারি বর্ষণ
শুধু ক্ষনিকের ছিলো,
তার চলে যাওয়ায় বেলাভূমি
হাহাকার করে উঠলো।


শুভ্র হৃদয়টা আজ ক্ষত-বিক্ষত
যেনো আস্তা গাছের টুকরো কাঠ,
ক্ষনিকের সিক্ত হৃদয়
হলো বড় চৌচির গ্রীষ্মের মাঠ।


আজ নিজেকে আরও
একা মনে হচ্ছে,
বিষধর কষ্ট গুলো
একাকিত্বের সুযোগ নিচ্ছে।


বিষধর গুলো বিঁধছে বিষদাঁত
এই নিষ্পাপ অন্তরে,
আহ  !  বড় কষ্ট
হচ্ছে না মন শান্ত-রে।


আমি জানি তুমি
আবার ফিরে আসবে,
নেতিয়ে পড়া মন কে
ফের জাগিয়ে তুলবে।


আলোকিত করো এই মনের
অন্ধকার কবরখানি,
ছিন্নভিন্ন ফুলসজ্জা
আবার সাজাবে জানি।


এসো এসো এসো
ফিরে এসো তুমি,
তোমার অপেক্ষায় আজও
বসে আছি আমি ।