ভ্রাতৃত্ব আজ বক্ষে বসে খঞ্জর চালায় অনায়াসে! হিংসা আর অহংকারের অপার উন্নতি,
ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কানায় কানায় এমনকি!!


ছোট্টবেলায় গাঁয়ের সেই বাড়ী চৌধুরীর... জামগাছতলায় সকাল সন্ধে থাকিত বিশাল ভিড়, বাধাহীন উল্লাসে মেতে উঠতাম সকলে,ইচ্ছেমত পারিতাম জাম গিট লাগিয়ে লুঙির।


গাঁয়ের বড় দিঘী পুকুর মাছে ছিলো ভরপুর!এপারওপার চষেছিলাম সকাল কিবা দুপুর।
মন চাইলেই মাছ ধরিতাম ছিলোনা তেমন বাধা, হয়তো কিঞ্চিত চেঁচামিচি করিতো বুজুর্গ দাদী দাদা।


মৌসুমি আম পথের ধারে থাকতো থোকায়থোকায়, ইচ্ছে হলেই ঢিল ছুড়িতাম পাকা আমের গায়।
ছোটবড় সবাই মিলে খেলতাম জোলাভাতি, কালের পাতায় সেইসব আজ রয়ে আছে স্মৃতি!


ঘরের মানুষ আজ পর মনে হয় বছর জুড়ে রয় পরে রয় আপন সুখের নেশায়, প্রকৃত সুখ ফেলে এসেছি  ভাই আলাভোলা সেই গাঁয়....


প্রকাশকাল :০৬-০৭-১৭
আল-কাছিম,সৌদিআরব।