প্রেমানলে জ্বলেছে যে অন্তর
       দেখাসনে তারে উনুনের ভয়,
কলঙ্কীত দেহ-মন প্রাণ
       জ্বলিয়া সে করিবে বিজয়।


তোমরা কহো ক্রুদ্ধ আমায়
     এই নীড়ে কাকে রাখি?
সদা পোষী মনের ঘরে অতিশয় ঘৃণ্য পাখি!


ধোঁয়াশার বুকে আশার প্রয়াস
      মরু-প্রান্তরে বিস্তৃত সবুজ ঘাস,
মনের ঘরে দিচ্ছে উঁকি,জয়ী করবো সকল ঝুঁকি।


অনলে-পোড়া স্ফুলিঙ্গ স্তুপ পাহাড় সম ছাই,
বিধ্বস্ত প্রাণে কিঞ্চিত সুখানী আমিও যে হতে চাই।


-------------------------------
এম আব্দুল গফুর, সৌদিআরব।
প্রকাশকাল :১১/০৬/২০১৭