সেকি প্রেম!আঙন জুড়ে চলতো মেলা,
মা-মাসী আর বৌদি দিদার হাস্য-রস্য গল্পের খেলা।
দুপুর গড়িয়ে সন্ধে চেরাগ জ্বালতে হবে,তবুও হয়না শেষ একটু যেনো রয়েই গেলো রেষ!


ও মা সেকি, শলতে টেনে দেখি কাঠ শুকনো চেরাগ!
বৌদি.. একটু কেরোসিন হবে?যদি থাকে দিও একটু নুন আর হলদে গুড়ো, কর্তা হাটে, ফিরতেই দিয়ে দেবো, আচ্ছা।


সেকি মায়া!বাবুর প্রথম পরীক্ষা জনে জনে চাইতো আশীর্বাদ,
ভাল ফলে হাসতো সবে মিষ্টভরা দু'হাত!


কাঁচাপাকা ঘরবাড়ী সব নিষ্পাপ ছিলো অন্তর,
চিকণ সরু রাস্তাঘাটের ছিলো বেশ কদর।


আমি খুঁজে ফিরি ইটপাথরের এই শহরে,
মমতার শিকড় গেড়ে পাইনা স্বাদ মনের ঘরে
মন পড়ে রয় সেই বৌদি-দিদার আঙন জুড়ে..