এখন বর্ষাকাল,
ধরণী উতলা করে অঘোর বরিষণে সিক্ত হবে এ কালবেলা,
টিপটাপ রিমিঝিম বাদলে জমবে প্রকৃতির খেলা|
আবছা আলো আঁধারে নৃত্য জাগানিয়া শাখা-পল্লব
উল্লসিত,উচ্ছসিত,উদ্বেলিত মনে
বিজয়ী তারা শুষ্ক গ্রীষ্ম রণে,
নবজোয়ারে নব যৌবনা নতুন সীমানা পেয়ে
স্রোতস্বিনী ছুটবে এবার কুলুকুলু স্বরে গেয়ে|
এখন বর্ষাকাল
বজ্রতালে পেখম মেলে
জলছুয়ে রঙ্গিণ পালকে ময়ূর মাতাবে এ কালবেলা
থেকে থেকে বর্ষণে ফের মেঘ রোদ্দুর মেলা,
জলের নুপুর টুপটাপ টিনের ঘরের চালে
পিচ্ছিল উঠোনে জলস্রোত সারাবেলা ছুটে চলে,
কদম কেয়ার নবীন গাঁয়ে বর্ষা লাগিল যেই
সতত বর্ষণে রুপডালা সেজে প্রকৃতি হারাল খেই|
এখন বর্ষাকাল
ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর ডাকে ব্যাঙ
অবিরত এ উৎসবে তারা মাতাবে এ কালবেলা
খাল বিল ঝিলে চলবে এই দিবারাত্রির খেলা,
গুরু গুরু ডাকে দেয়া,মেঘে ঢাকা সারা আকাশ
সুর্য্যটা যে লুকায়েছে নীড়ে,দিনেতেও রাত্রির আভাস|
এখন বর্ষাকাল
বৃষ্টি এল এই বাংলার প্রাঙ্গণে,
সামৎ তরঙ্গে বিজলি আলো জ্বলছে ক্ষণে ক্ষণে|