আমিও আজ কিছু বলতে চাই
আনমনা প্রকৃতি আর চুপ থাকতে চায়না
বাতাসে পচা লাশের গন্ধ
শকুনগুলো ঘুরঘুর করছে
ব্যস্ত সময় আজ জাগ্রত
প্রচুর মদ্যপানে যে ঘুমো ঘুমো চোখ মেলে আছে
সেও প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর
তার ভাই বোনের রক্তে রাঙ্গানো পথঘাট আর সে দেখতে চায়না


হে জালিম শাসক!
বেদ্বৗনের দালাল ,
ফিলিস্তিন রক্তপাতের প্রতি তুমি ঊদাসৗন কেন?


কিংবা তোমার মাটিতে আপনজনের লাশের স্তুপ


আজ আমি কিছু বলতে চাই
আমরা কিছু বলতে চাই


তুমি কৗ শুনবে?


[[এমএ গালিব আফসারৗ
মোগলহাট লালমনিরহাট
algalib70@gmail.com ]]