তোমার চাওয়া ও ভাবনা ভিন্ন ছিল,
তুমি চেয়েছিলে ভালবাসা পেতে,
আর ভেবেছিলে আমি অন্যের হয়ে আছি আগে।
তাই বিশ্বাসকে হারিয়ে,
বহুদূর ছাড়িয়ে চলে গিয়েছিলে দূরে।
দূরের কোন নিস্তব্ধ পর্বতে,
পর্বতের পার্বতীরা তোমায় হয়ত ছাড়বে না,
কেমনি ফিরবে বলো?
আমি এক ভূ খন্ডে এক নিয়মে অপেক্ষায় থাকব।
তুমি সাড়া দেবে?
আচ্ছা ফিরে না হয় আর আসবে না,
মনে রাখবে কি আমায়?
তোমার স্মৃতি বুকে পুরে মানচিত্রের
এক এক করে দিন গুনব,
চল ঘুমরাজ্যে আমার সাথে দেখা করবে?
সেদিন না হয় স্বপ্নে, এক চায়ের আড্ডা বসাব,
তুমি কি সেথায় আসবে?
একদিন না হয় খোলা রাস্তায় হাটব,
এদিক ওদিক ঘুরতে ফিরতে
একসাথে চাঁদেরহাটে কিছু স্মৃতি কিনব,
তারপর না হয় রবির কিরণ আসার আগে চলে যেও।
আচ্ছা অপেক্ষায় থেকো আর কদিন,
আমি আসছি তোমাদের এই পর্বতে।