তুমি যাবে আমার সাথে ?
দুরের তাঁরার দেশে, জোনাকির পাখায় ভেসে
দুমুঠো বাদাম আর একটু লবণ সাথে
সাদা মেঘের আঁচল ঘেরা শুভ্র রাজার দেশে।


নাকি যেতে চাও পালকী চড়ে ?
সুসজ্জিত বঁধুর বেশে, আলতা রাঙ্গা পায়ে
সাথে থাকবে বাদ্য দল বিয়ের গানের সুরে
নদীর…ওপারে অন্য কারোর সাথে।


যাবে আমার সাথে ?
না…… না শুধু বাদাম না, আরো আছে ছোলা
ভিনদেশিদের দেশে পুরিও হতে পারে
কুমড়ো ফুলের আঁচার, আর কিছু কি চাই?


নাকি অন্য কারোর সাথে ?
বাদাম থেকে ভাল, অনেক কিছু পাবে
চাইতে হাজির হওয়া দ্বৈত হাতের পাশে  
সুখের রাজ্য হবে, থাকবে রানীর বেশে।


যাবে কি আমার সাথে অন্য সবই রেখে?
হয়তোবা সুখের, বা দুঃখের দেশে
ইট বালুর অট্টলিকা নাও হতে পারে
ছনের চালের ফাঁকে আকাশ দেখতে পাবে
যাবে কি আমার সাথে ?