সবুজের ভেলায় ভাসিয়ে কেশ
রমণী সেজেছে আলতা বেস
রঙ্গিন পায়ে জলের ছোঁয়া
কন্যার মনে কথার ছড়া ।


সখা আমার বিলেত বাস
দেখবে কিভাবে আমার সাজ  
পথে চাহন আমার ঠক
ভাবিছে সখি না হয় থাক ।


প্রণয়ের সখিরে, থেকনা আনমনে
সখা আমি দুর-দুরন্তে চেয়েছি  সর্বক্ষণে
দূরের তুমি থেকছ অন্তরে, আনুভবে
স্পর্শের বাইরে মনের গভীরে ।


খেলায় হেলায় প্রণয় শুরু
দীর্ঘ দিবসে গড়িয়েছে দূর
অন্তরের আলিঙ্গন অনন্ত
সত্যের শ্রাদ্ধে পরিশ্রান্ত ।