আমি উম্মাদ, আমি ভন্ড       চাল চুলোহীন অকাল কুষ্মান্ড আমি চাটুকার, করি হাহাকার বিবেক বিকিয়ে করি ছারখার।          আমি আমিত্ব মশগুল           বিছুটি পাতা ভীমরুল।আমি একূল ভাঙি, গড়ি না ওকূল আমি সভ্য সমাজে গন্ধ গোকুল।      আমি চিরচেনা পাপাচার            আমি যে পাতে খাই সেপাতে আঘাত হানি বারবার।      আমি সুবিধাভোগী বেহায়া আমি খাটাশ, সুযোগ বুঝে চালাই    আমি রাজ্যনীতির বাতাস।আমি অমানুষ,আমি অমানুষ লালসা সিক্ত দূর্বিনিত মাংশখেকো ফানুশ।