নাই মাঝি,নাই মাল্লা          নাই যাত্রী আর             দুখের সাগর দিচ্ছি পাড়ি;  হতাশায় একাকার।          ঈষাণ কোণে বজ্রের দল       হানে সূক্ষ আঘাত        একাগ্রতায় বারে বারে ঘটে       এ কেমন ব্যাঘাত।            নত মস্তক, নত হয় আরো   দুঃখ- বিলাস,উপহাস কারো  কারো চোখে করুণার জল  কেউবা আবার দেখায় যে ছল কোথা হতে পাবো প্রভু;        সহ্য করার বল।              ক্ষুদ্র আমি,তুচ্ছ আমি পরাজিত হিন্দোল।