যেখানে মিশেছে আকাশ আর মাটি সেখানটাতে গড়বো ভালোবাসার বসতি।অনুর্বর,অনাবাদি এক টুকরো ফসলের ক্ষেত;সযত্নে ফোটাবো ভালোবাসার রংধনু মেঘ।চাতকের দল হিংসায় মুখ ফেরাবে তাতে বলো আমাদের কিবা যায় আসে?ক্লান্ত দেহে নীড়ে ফেরা ডাহুকের দল-মদির চোখে দেখবে আমাদের ছল।নদীর কলকল,বর্ষার গান;উম্মত্ত দেহে আমাদের স্নান।এখানটাতে থাকবে না কেউ,থাকবে শুধু আমাদের প্রণয়ের ঢেউ।