ভালোবাসি তারে নক্ষত্রের রাতে আলো ছায়াটার পরে,আছে সে তো হায় দূর কোন গাঁয়-দেখা হয় না কভুও নয়ন ভরে।যোগাযোগ যা হয়েছিল আধুনিকতার ছলে,কেমন করে কিসের পরে জানে নাতো লক্ষী পেঁচার সুরে।আমি আছি এখানটাতে শূণ্য হৃদয় নিয়ে,ওখানটাতে তুমি কি পেয়েছ পূর্ণতা টুকু দিয়ে?