জীবন্ত লাশ গুলো বাকরুদ্ধ কণ্ঠে
দিশাহীন পথের দিকে তাকিয়ে।
অভিশপ্ত জয়ধ্বনি শুনে চলছে।
স্বর্গের দূত এসে পৃথিবীর বুক থেকে নিয়ে যাচ্ছে
বাংলার মানুষের অধিকারের-
প্রতিমূর্তি গুলোর শবদেহ।
সেদিন ও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলাম
অত্যাচারী নির্মম বর্জ্য কণ্ঠে কাপাল মঞ্চ
অমাবস্যার অন্ধকার নেমে এলো বাংলায়
সেদিন থেকে শুরু আজও চলছে।
শহিদের পবিত্র রক্তে সম্পূর্ণ কালি মুক্ত হয়নি বাংলাদেশ।
আরো রক্তের প্রয়োজন কালি ধুয়ে মুছে দিতে।
তাই আজ স্তব্ধ দাঁড়িয়ে নেই রক্ত দিতে-
এসেছি বাংলার রাজপথে
বাংলাকে কলঙ্ক মুক্তির দাবিতে
আমি মুক্তি পাগল দাঁড়কাক।
২৯ জুলাই ২০১৮