প্রণয়ের দারুণ আকালে
রোজকার মৃত্যুগুলো বেশ থাকে
স্বপ্নেরাও মিছিল মিটিং আর জনসভা করে না
যেন শ্মশানে মাটিতেও দুধে ভাতে বেঁচে আছে।
সবুজের মাঠ দুঃখের জৈবসারে
প্রণয়ের আকালে বিজ্ঞান সম্মত ভাবে আহত হয়-
আরো আহত হয় হলুদ রঙা শাড়ির স্নিগ্ধ আঁচল
খোঁপার কৃষ্ণচূড়া আর বকুল ফুলের নোলক।
ব্যক্তিগত কিছু ক্ষতরা সান্ধ্য প্রহরে
পরে থাকে পরিচর্যাহীন কোন মর্গের ফ্রিজে
আর স্মৃতির স্নায়ুর গলতে থাকে বরফের মতো
আহ্! বিদ্যুৎতের অভাব অতঃপর লোডশেডিং।
শব্দরাও আজ খুনের আসামী-
বিস্তারিত জানা যায় নিষিদ্ধ সম্পাদকীয়তে
ভালোবাসার আকালে কতটা বিষাক্ত হয়
পরিশুদ্ধ মানুষের ব্যাকরণ অতঃপর রাজনীতি
শুধু জানে নিরাশ্রয় পাঁচটি আঙ্গুল
ক্ষুধার্ত উদর আর প্রাচীন প্রেমের বয়ঃসন্ধি।
প্রেমকে উপহাস করে অনাকাঙ্খিত বিদ্রোহ
পাখিদের নীলাকাশ মারাত্মক ভাবে ঝলসে যায়
অপুষ্টিতে থেমে যায় বিপ্লব মিছিলের স্লোগান
প্রণয়ের আকালে কাঙ্গাল হয় স্বপ্নের অভিধান
অনাবিষ্কৃত পলিমাটির পদচারণায় পাল্টে যায়
জলের ঘ্রাণ নদীর গতিপথ আর সংবিধান।