যদি প্রেম এসে ডাকে আমায় রাজপথে
ভালোবাসার গণহত্যার ফায়ারিং স্কোয়াড়ে।
দমকা বাতাসে আগলা বোতামে বসন্তের তল্লাটে
মর্ত্যধামে মন্ত্রপূত স্লোগান দিব সেই রাতে।
বিবস্ত্র সভ্যতার সীলমোহর পোড়ামাটির কাহিনী
যুদ্ধ শুরুর ইতিকথা কেউ কথা রাখেনি।
রংধনুর রক্তিম ধারায় বৃষ্টির নিরব আন্দোলন
পাল তোলা নৌকায় নাক্ষত্রিক আকাশে বিচরণ।
বর্ণহীন চিত্রশালায় চলবে মিছিল দূরপাল্লায়
আতঙ্কিত সোনার শহর থাকবে তখন ঘূর্ণিমায়ায়।
মেঘের দেশ দিব পাড়ি বৃষ্টি কাঁদবে ভারী
ব্যর্থ প্রেমের গল্গটাকে আর একটি বার স্পর্শ করি।
খাম খেয়ালীর তালপাখা আকাশে উড়িয়ে দিব
সারা শহর নিয়ে তখন সুখের একঝাক বৃষ্টি হব।
দমকা বাতাসে আগলা বোতামে বসন্তের তল্লাটে
মর্ত্যধামে মন্ত্রপূত স্লোগান দিব সেই রাতে।