যে তোমার চোখে দেখেতে চায় সমগ্র পৃথিবীটা
কি করে ভুলে যাও তুমি সেই প্রণয়ের রাফখাতা।
হঠাৎ করেই বেড়ে গেল প্রিয় কাজলের দামটা
সমগতিতেই উর্ধ্বমূখি হল বুকের চিন চিন ব্যাথা।
যন্ত্রনার রাজপথে হরতাল ডাকে প্রেমিক জনতা
হৃদয় কুঁড়ে কুঁড়ে খেয়ে যায় অপ্রেমের মৌলিক সত্তা
এলোমেলো হয় প্রান্তিক জীবনের ধারাপাতটা
অসম্ভব অপ্রেমে ছেঁয়ে যায় সোনালী বাসন্তী লতা।
নীরবতার শিহরণে মন খারাপে বার্তা ছাপা হয়
রোমান্টিকতার জ্বর ছুঁয়ে দেখে প্রেমিকার শরীর
মৌমাছিকে অচেনা আলোয় সবুজ পাখি মনে হয়
হাড়ভাঙা খাটুনি খেটে প্রত্যহ ভীষণ আহত হই
আশ্চর্যতর গন্ধে স্নায়ু জুড়ে থাকে ক্লেদাক্ত বিলাপ
এক কৌটা কাজল কিনার অর্থ খুঁজি দিনরাত।
তোমাকে কিছুই দিতে পারি নি
দারিদ্রতা আমার সীমাবদ্ধতা
বেকারত্ব আমাকে প্রতি নিঃশ্বাসে হত্যা করে
তবুও সারাদিন বহুকষ্টে জমা করি কয়েকটি টাকা
সান্ধ্য প্রহরে কাজল কিনতে গিয়ে দেখি
সিন্ডিকেটে বেড়ে গেছে প্রয়োজনীয় কাজলের দামটা।