জীবন্ত লাশ গুলোর ময়নাতদন্ত করা হোক
রাজপথ দখল করে সূবর্ণ স্বাধীনতা চত্বরে
সকাল সন্ধ্যা ফালি ফালি করে কাঁটা হোক
হয়ত মানবতার অপরাধেই তারা দেশপ্রেমী।

প্রতান্ত অঞ্চলের নির্বাসিত বাসর ভেঙে
গর্জে উঠা যায় ইট কাঠে গড়া রাজপথে
প্রতিটি ক্ষুদ্র রাষ্ট্রের হত্যা যজ্ঞের বিপরীতে
যদি ভালোবাসা কে ভালোবাসা যায়।

আদিম থেকে আদিমতম বিদ্রোহী হৃদপিণ্ড গুলোকে
যদি অশরীরী কাঠামোতে এনে জিজ্ঞেস করা হয়
তারা উচ্চ স্বরে বলে উঠবে আরেকটি কবিতা
মানবতার অপরাধেই তারা বলিষ্ঠ বিদ্রোহী
সত্যিকার অর্থে বিদ্রোহ ভালোবাসা আর কিছুই নয়
নিরবতাই জীবন্ত মৃত্যুর মহামারী আর ক্ষয়।

তোমরা আজও দেখ নি স্বাধীনতার অনাহারে
ঝলসে গেল সুমতির ছোট্ট সংসার;এসিডে ত্বক
থেমে গেল মুক্ত মঞ্চের স্বাধীনতা রক্ষার কলরব
অনশনরত কৃষক হারালো একটি প্রান্তিক জনপদ।

আমি মানবতার অপরাধে অভিযুক্ত দেশপ্রমী
আমি আপনাদের কাছে জোর দাবি জানাতেই পারি
সুমতি, মুক্ত মঞ্চের স্লোগান, অনশনব্রত কৃষকের
অনঅতি বিলম্বে ময়নাতদন্তের করা হোক
সকাল সন্ধ্যা ভালোবাসা কে ভালোবাসা হোক।

নয়তো প্রত্যন্ত অঞ্চলের নির্বাসিত বাসর ভেঙে
প্রতিটি ক্ষুদ্র রাষ্ট্রের হত্যা যজ্ঞের বিপরীতে
আদিম থেকে অদিমতম বিদ্রোহীদের নিয়ে
আমাদের নিশ্চয়ই উঠে আসতে হবে
আর সুমতির চোখের জল সহ্য করতে পারছি না।