জীবন সে তো বড় রকমের প্রশ্ন
অনুভূতি হচ্ছে সবচেয়ে বড় ঘাতক।
নিয়তি অবসম্ভাবী ইতিহাসের পাতা
সময় কালের যাত্রার সম্মুখ সাক্ষী।
ভালো আছে সূর্য থেকে অন্ধকার
শুধু খানিকটা সভ্যতার টানা পোড়েন।
রক্তে মিশেছে আসক্তি,মিথ্যার নিকোটিন
ফরমালিনের বারুদ আর রাসায়নিক সার।
মাধবীর মাঠের রন্ধ্রে রন্ধ্রে ঘোলাটে সবুজ
অনৈতিক মলাটে বাঁধানো বীজতলা।
উত্তারাঞ্চলের কুয়াশায় ভিজে রাজধানীর পতাকা
ঘুন পোকায় খেয়ে যায় নীতির মন্ত্রনালয়।
এলকোহল ভিজানো ভাঙ্গা কাঁচের টুকরায়
ক্ষত-বিক্ষত রক্তাক্ত হয় বদ্ধভুমির মাটি।
মাঘী কুয়াশায় স্নান করে স্মৃতির সূর্য
নিয়তির কপাট ভাঙ্গার ব্যর্থ প্রয়াশে মগ্ন
অনৈতিক ঘাতকের সন্ধ্যা উজ্জ্বল উদ্যান।
তরকা খচিত প্রতিটি বড় প্রশ্নের-
অধ্যায়ের প্রতিটি লাইন আর সাংকেতিক বর্ণে
স্বার্থের ফরমালিন মিশ্রিত সস্তায় পুষ্টিকর।
নিরবতার সাধনায় বিভোর সম্মুখ সাক্ষী
তখনি সভ্যতার বিচ্ছিন্নতায় কাটে সমগ্র দিনলিপি।
মির্জাপুর সদর ময়মনসিংহ
তারিখঃ২১/০১/২১ইং