বাংলায় গাও গান নব নবীনের আহব্বান
এসেছে নব নবীন গাইবে ফাল্গুনী গান।
বুকের তাজা রক্ত দিয়ে গেছে যে নৌজোয়ান
তাদের স্মরণে গাইবে গান বাংলা অম্লান।
লালরঙা কৃষ্ণচূড়া ফাল্গুনে করছে রক্ত রঙে স্মরণ
তবু ও-মরি ভাষা শহীদ স্মৃতির মধু মাখা মরণ।
দিয়ে গেল যারা ভাষার জন্য আত্ম বলিদান
বিণদেশী ভাষায় স্বদেশে তাদের সম্মান।
রিক্ত তাপ ছড়িয়ে দিয়ে শীত তাড়ানোর প্রয়াশ
আলোর বেলায় মিথ্যা খেলায় বহে দীর্ঘশ্বাস
কালের কালি মুছতে এলো তুলিহীন চিত্রকার
বাংলার জন্য প্রাণ বলিদান নয়তো অন্য ভাষার।
রেখে দে আমায় তোরা ভাষা-বাংলা মায়ের কোলে
আর তোরা দিসনে জ্বালা ২১ শে ফেব্রুয়ারি বলে।
তারিখঃ০৩/০১/২০২০ ইং
ভাষানটেক মিরপুর ঢাকা