মারাত্মক দুঃসময় অসহনশীল তাপমাত্রা
আকাশ ছোঁয়া বেদনার জ্বলন্ত ঢেউ
আর এক বার সূর্যের মুখামুখি হওয়া দরকার
যদিও চাঁদ তার অস্তিত্ব হারায়।
জীবনের গলিতে নেই রাঙ্গা পোষ্টার
অতৃপ্ত রাত একঝাক স্বপ্ন পুড়ে ছাই।
বিলাসী দুঃখগুলোর উষ্ণ চুমুর আঘাত
অবরোধ করে সুখের ধ্যানমগ্ন গন্তব্য।
দৈনন্দিন খাদ্য তালিকায় নীল হেমলোক
সংসারে টানা -পোড়েন যন্ত্রনার নিরব সকাল
অষ্পষ্ট সুখের নক্সাটা অযথাই দগ্ধ হয়
চৈত্রের প্রহেলা পূর্ণিমায় দমকা এসিডিটিতে।
তবু ঘরে ফিরি কষ্টগুলো গুছিয়ে নিয়ে
রাতের অন্ধকারে খুন হওয়া নিজের লাশ-
মাটি চাপা দিয়ে,অপেক্ষামান প্রেমিকার বুকে
যেখানে ঘুমায় প্রাচুর্য্যের গৃহপালিত সকাল।
প্রকাশকালঃ৩১/০৩/২১ ইং
স্থানঃমির্জাপুর সদর ময়মনসিংহ