কে জানতো?কে জানতো এমনটা হবে?
কলমের মর্চে তুলতে গিয়ে হাত কাটবে?
তা দেখে কেউ মলমের বদলে দূর্বা লাগাতে বলবে?
সময় মতো আঁধারে প্রান্তরে সেই দূর্বাটুকোও খুঁজে পাওয়া যাবে না?


নাকি,চোখমুছে অবশেষে,
বলতে হবে হাতকাটার গল্পটি মিছে!


কে জানতো?কে জানতো এমনটি হবে?
কে জানতো আমাকে লজ্জা পেতে হবে?
ভয় আমাকে জরিয়ে ধরবে?সুউচ্চ বাধা পেরুতে দেবে না?


ধুলো ঝেড়ে,অবশেষে বলতে হতো ওয়াল পার হওয়ার গল্পটি মিছে।ভাগ্যিস,তাঁরা ছিলেন!তাই,বোধ হয়,এ যাত্রায় রক্ষা।


খোলাসা করে বলতেই যখন হলো,
কেনো তবে সেই রূপক প্রকাশ?হ্যাঁ,সম্পাদনার পূর্বের প্রকাশ?
লাভ কি হলো!