প্রেমে কী যাতনা হায়রে নারী
ভালো লাগে না
টাকা, গাড়ি, বাড়ি।।
বিছেদ অনলে সদা পুড়ে মন
তোর কথা শুনিতে কানের উতলন।।
ইচ্ছে করে যাইতে ছুটে
দেখিবো তুই কী আছিস সুখে।।
ইচ্ছে করে বঁধু পায়ে ধরে
আরজ করি ভালোবাসিবি মোরে।।
ইচ্ছে করে ঢোল পিটিয়ে
জানাই সারা দেশ
সখি বিহনে বাঁচিবো না
একটি সেকেন্ড রেশ।।
ইচ্ছে করে ট্রেনে চেপে
তোর দেশের বাড়িতে যাই
তোমার বাপের পা-হাত ধরে
তোমায় ভিক্ষা চাই।।
ইচ্ছে করে পাখির মত
দুইটি ডানা মিলে
একটি বার দেখিয়া আসি
তোর চাঁদমুখখানা নয়ন ভরে
ইচ্ছে করে তোর কোলেতে
আলতো মাথা রেখে
তৃপ্তি ভরে ঘুমিয়ে থাকি
সকাল, সন্ধা, রাতে
ইচ্ছে করে তোর কাধেতে
মাথা হেলান দিয়ে
কেঁদে কেঁদে পৃথিবী ভাসাই
বাঁচবো না তোর বিহনে
ইচ্ছে করে শরীর কাটিয়া
যত রক্ত আছে
কালি বানাইয়া পত্র লিখি
কত ভালোবাসি তোকে।।