তপ্ত জ‌লে সপ্ত ডিঙ্গায়
এপার ওপার ঘ‌ড়ির কাটা-
ম‌নের ভেলায় পার হ‌য়ে যায়
সপ্ত সু‌রের গল্প গাঁথা।


কখ‌নো তার সু‌খের জোয়ার
কখ‌নো বা দু‌:খের ধোয়া
খ‌ানিক প্রে‌মের আ‌বেশ থা‌কে
খা‌নিক থা‌কে নষ্ট মায়া।
‌কোথায় তোমার দূ‌রের শহর
‌কোথায় আ‌মি বাউ‌ন্ডে‌লে;
অনুভূ‌তির বাক্স খু‌লি
কতরকম গন্ধ মে‌লে!


খ‌ানিক সময় তোমায় পেলাম
‌কা‌ছের অতীত হাস‌লো ব‌লে,
খ‌ানিক সময় ক্লা‌ন্তি কুড়াই
বর্তমা‌নের হাল বদ‌লে!


‌রো‌দের উপর রোদ ভে‌সে যায়
গ‌াছের ছায়া সূর্য ছেঁ‌ড়ে
জীবন বু‌ঝি এমনই হয়
মুহুর্তরা মর‌ছে- ম‌রে!!!