সুন্দর হোক পরীক্ষা,দোয়া করি আমি-
রাখিও মর্মের উক্তি হে আন্তরজামী।
ইচ্ছে প্রতি মর্মে,ফলাফল হবে ভালো-
আটানো প্রজন্মে জগতে ছড়াবে আলো।
নামেই ফুটে উঠবে শিক্ষা ও সততা-
জয়ের দ্বারা মুছে দিবে নিরক্ষরতা।
নীড়ে নতুন করে ফিরে আসবে শান্তি-
নয়ন থেকে সরে দাঁড়াবে ভুলভ্রান্তি।


দীনের পথে জনতারে বিলাবে জ্ঞান-
পিপাসা মিটে হবে উদার মহিয়ান।
কাল হবে জয়ের সফল হবে সবি-
চাঁদ হাসবে রাতে-ভোরে হাসবে রবি।
দক্ষিনা হাওয়ায় সবি শীতল হবে-
নিশিতে আলোর প্রদীপ লুকাবে সবে।