আমি
এম.এ.এইচ-বন্ধু


কালকে ছিল এক সুকান্ত কলি কুল-
অবনী শাখীতে ছিলাম রম্য মুকুল।
বিধাতার কৃপায় আজ ফুটেছি ফুল-
তাহারী ইচ্ছায় হয়েছি নর পুতুল।
সিত সাড়নীতে পথ চলা হবে মূল-
রম্যহীন মার্গে বিচরন মস্ত ভুল।
সতত কামনা যেন ছন্দে মসগুল-
জনতার ইন্দ্রজালে আবদ্ধ বিপুল।


কাল ছন্দ ছেড়ে আধারে হারাবো আমি-
সর্ব মনে স্থান পেয়ে হই যেন দামী।
তবেই কবর মাঝে সুখ খুঁজে পাবো-
স্বপ্নে মানব নেত্রকোনে এসে দাড়াবো।
কেউ রম্য কন্ঠে স্বরবে আমার নাম-
হৃদয় ধন্য আমি তো সবারী ছিলাম।