যখনি তুমি জন্মনিয়েছ এ ধরায়-
স্বপ্ন একেছে জনতা নিজ অন্তরায়।
তোমাকে  ডেকেছে কত শিক্ষার আসরে-
সবার মাঝে রেখেছে ফুলের বাসরে।
তোমাকে পেয়ে ধন্য যে,সকল জনতা-
তুমি বলনা-কিকরে থাকে নিরবতা।
হয়েছ সবার হৃদয়ের মধ্যমনি-
সবারী কন্ঠে বঙ্গবন্ধু নামের ধ্বনি।


আমরাও স্ব স্ব কন্ঠে বলি উচ্চ শিরে-
তুমি আছো হৃদয়ে ছোট্ট সুখের নীড়ে।
জনম জনম সেখানে থাকবে তুমি-
দেহের মাঝে যদি থাকে হৃদয় ভূমি।
এ হৃদয়ের ভালবাসা তোমার জন্য-
তোমাকে হৃদয়ের মাঝে পেয়েই ধন্য।