বৃক্ষডালে কলি ধরেছে আজ সকালে-
চাঁন নেমে এসেছে বুঝি-রাত পোহালে।
আনন্দে গাছে উকি দেয় ফুলের কলি-
বিলাবো আমার গন্ধ-হবে যা সকলি।
কলি থেকে ফুল হয়ে,হাসে দিবারাতি-
ধরার সবি মোর-হবে আপন সাথী।
ফুল ফুটেছে আজই,কত বৃক্ষডালে-
একটি গোলাপ শুধুই মুজিব হালে।


কতযে সুবাস ছড়াবে রাত পোহালে-
সে আশায় স্বপ্ন আঁকে-বসে বৃক্ষডালে।
শিশির কনা গায়ে মেখে শুভ সকালে-
সবার তরে গন্ধ বিলায় ভূমন্ডলে।
ভবের সকলি মুগ্ধ,সুবাস ছড়ালে-
ফুল কত খুশি-তাকে ভ্রমর জড়ালে।