আদৃত নরপাল,স্ব অবনীর পরে-
মিতালী অটবী শাখীতে-প্রসূন ঝরে।
শুচি শ্রেয় তরী,সিত তটিনীর জলে-
ধুমাছল সতত-জড়ায় ইন্দ্রজালে।
মোহনীয় বস্তুতে,বহ্নি মাদক মিতু-
হাসিতে ঝরে-নিপুন তামরস সিতু।
মহাপ্রস্থানে ফের নাহি,বন্ধন ছেদ-
মধুর বহ্নি মাদক-সতত অভেদ।


দর্প কুরম্য জনিকার,সুতের তরে-
আলয়ে নব্য-হুতাশ প্রভা যেন ফেরে।
বুনো কেশরীর অতরল ত্রাস ঢের-
হাতে অবারিত-অরাতি পল্লব ফের।
নিশি তমসায়,রম্যহীন বহ্নি শোভা-
ফনি মিত্র মহাপ্রস্থান-হুতাশ প্রভা।