আমি আজ ছন্দের মাঝে হারিয়ে যাই-
মিতালী মহীতে আজ শোকের সানাই।
বন্ধু সাঁজে পেয়ছিল যারে বঙ্গবাসী-
সে ছাড়া জনতার মুখে ফোটেনি হাসি।
কালো আধারে নব্য আলো এনেছে যিনি-
দিপ্ত মার্গে অরি তাকে মহীতে রাখেনি।
শুচি হেতু ছিল স্বদেশের উন্নয়ন-
ধুমাছলে রিপু কেঁড়েছে তার জীবন।


মুখের হাসি হারিয়ে গেছে এই দিনে-
জীবন্ত লাশ আমরা মুজিব বিহনে।
বহু স্মৃতিরা স্থির জনতার অন্তরে-
স্বপনে দেখি সদা,তুমি আসবে ফিরে।
রক্ষা করবে তুমি,তোমার জন্মভূমি-
নেত্র কোনে তোমায়- স্থির রাখিব আমি।