রচনা কাল – ০৭-০৬-২০১৪


চারদিকে শুধু দেখছি শুনছি ঘরে ঘরে হাহাকার,
প্রতিদিনই মানুষ মরছে বেঘোরে; সন্তান আহা কার!
অনাচার আর লোভ লালসায় ছেয়ে গেছে একেবারে,
লেখা জোখা নেই; সামান্যতেই মারছে নির্বিচারে।
দুর্ঘটনা, প্রতিহিংসা আর স্বার্থপরতার জেরে
ঘাতকেরা সতত চরম দাপটে হত্যার ফেরি করে।
সময় তো আর থাকেনাকো স্থির যথারীতি যায় বয়ে,
দ্রুততার সাথে ব্যবস্থা না নিলে সব যাবে বৃথা হয়ে।
সময় এখনও শেষ হয়নিকো সবাই এগিয়ে এলে,
অন্যায় আর অপরাধ সব দূর হবে অবহেলে!