রচনাকালঃ ফেব্রুয়ারী ১৯৯০


আমি কোন সীমারেখা মানিনা
সারা দুনিয়া আমার দেশ।
আমি শুধু কয়েকজনকেই আত্মীয় ভাবিনা
বিশ্বের সবাই আমার আপনজন।
আমি কোন ভেদাভেদ মানিনা
এবং সদ্বংশজাত বলে কিছু জানিনা।
আমার সুন্দরভাবে বাঁচার ইচ্ছা প্রবল,
কিন্তু তা বলে কল্পনার পাখায় ভর করে
শূন্যে উড়বার ইচ্ছা আমার একটুও নেই।
হয়তো উদ্ভট কল্পনা কিম্বা
অযৌক্তিক আকাঙ্ক্ষা বলে অনেকেই
বিদ্রুপ করতে পিছপা হবেনা।
আমার দৃঢ় বিশ্বাস –
সীমারেখা নির্ধারণ করে
বন্ধু হওয়া যায়না এবং
পৌঁছা যায়না হৃদয়ের কাছাকাছি!