সন্তান খোজ রাখেনা দুখিনী মায়ের,
অথচ সন্তানের কল্যাণ কামনায় সদা উদ্গ্রীব মা।
সুখ  শান্তিতেই পুত্র কাটাচ্ছে দিন,
বৃদ্ধা মাকে অভুক্ত থাকতে হয় প্রায়শঃই।
সন্তানের কোন শ্রদ্ধাই নেই দুঃখিনী মায়ের প্রতি,
তথাপি মা সন্তানের জন্য প্রার্থনা করেন সতত।
                    ২
সংসারে অভাব নিত্য সঙ্গী সন্তানের,
উদয়াস্ত হাড়ভাঙ্গা পরিশ্রম শেষে বাড়ি ফিরেই
হন্তদন্ত হয়ে মায়ের কুশল জানতে ব্যগ্র সন্তান।
মাকে পেটপুরে খাইয়ে;
সামান্য কিছু মুখে তুলেও পরিতৃপ্ত এই ভেবে;
মা যেন সুস্থ্য থাকেন আনন্দে থাকেন।
মায়ের আশিষ ঝরে পরে সন্তানের প্রতি,
প্রার্থনা জানান তিনি স্রষ্টার সমীপে,
আমার সন্তান যেন ভাল থাকে সর্বদা!
                  ৩
বেয়াড়া বেয়াদব সন্তান –
সর্বত্র অশান্তি করাই একমাত্র কাজ,
মাকেও সে নাজেহাল করে প্রতিনিয়ত।
তবুও মা তার মঙ্গল চান সর্বদা।
এ কেমন অন্ধ ভালবাসা সন্তানের প্রতি!


রচনাকালঃ ১৬-০১-২০১৫