৪৭’ এর পরের গল্প কথা
স্বপ্ন দেখানো ছেলে ভুলানো
রূপকথার মায়াজালে
সাদামাটা মানুষদের ঘুম ...


বাঙাল মুলুকে জুড়ে বসা
ভিনভাষী অবিবেচক শাসক
অনিয়ম তান্ত্রিক দীর্ঘ শোষন !
আশা দুরাশায় নানাবিধ প্রহসন !


সময়ের নিষ্ঠুর মহা উল্লাস !
ঘরে ঘরে হা হুতাশ এবং
যেন নিজ দেশে সব পরবাসী !
হিসেবে বিয়োজন অবিরত,,,


ঘর গেরস্ত গুণ্য হওয়া,
লুটেরাদের স্বপ্ন পূরন !
বাঁচার তাগিদে ৬ এবং ১১
দফায় স্বাধীনতার পদ যাত্রা..


সূর্য পুরুষ বঙ্গবন্ধুর প্রতিবাদ !
এবং চৈতন্য উদয়ের হুন্কার !
অত:পর স্বাধীকারে বোধোদয়
কোটি জনতার একত্রীকরন...!


তারপর দৃপ্ত শপথে ন’মাস,
মৃত্যুর দোয়ারে চেতনার ডাক,
মায়া মমতার নির্বাসন,
যুদ্ধে যুদ্ধে স্বাধীনতার স্বাধ..


রক্তমাংসের নিষ্ঠুর জড়াজড়ি..
বীরাঙ্গনা মা-বোনের ইজ্জত
আগুন, গুলি, চুরমার স্বদেশ
আর্ত্ চিৎকার ,ত্রিশ লক্ষ শহীদ


অত:পর লাল-সবুজের স্বপ্নপূরন
এবং সবশেষে স্বাধীন স্বদেশ
বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ
লাল সবুজের বাংলাদেশ ।