ঘাস শিশিরে রোদের ঝিলিক
সাতটি রঙের খেলা,
তিন প্রহরের শেষ বিকেল
যায় যে চলে বেলা...