বড় কর্তা বলেন যাহা
উল্টো করেন নিজে তাহা
          ধরতে গেলে দোষ !
ছোট কর্তা টেনশনে
প্রায়ই থাকেন অনশনে
           বড়ই আপসোস !

ভুলত্রুটিতে ছোট সাহেব
সাফল্যে সব বড় সাহেব
      এটা ক্যামোন নীতি !?
দু :খ করে বলেন যখন
বন্ধুরা সব বলে তখন
         এটাই নাকি রীতি !

ছোট সাহেব ভাবেন বসে
বড় স্যারকে ধরবেন কষে
         হিসেবে গড়মিল !
বড় সাহের এলে কাছে
চাকুরীটা বুঝি গেল মিছে
        আটেন মুখে  খিল।

এ জীবনে কি সে পেল
বউয়ের মুখ ঝামটা খেল
      আমড়া কাঠের ঢেকি !
তবুও তিনি স্বপ্ন দেখেন
সামনে হয়তো শুভ দিন
      হয়  যে সবই ফাকি!?