ওগো প্রেয়সী জোছনা বিলাসী
লুকালে তুমি কোথায়?
অন্ধকার আর লাগেনাতো ভালো
আসো না নীলিমায়!
তুমি দীপালী তুমি মিতালী -
তুমিইতো ছিলে সুখ,
তুমিহীনা আমি কেমনে থাকি
বেদনায় ছেঁয়েছে বুক।
তোমাকে হারিয়ে প্রদীপ জ্বালিয়ে
রাখিনাতো আর ঘরে,
আলোটা আমায় বড় ব্যথা দেয়
তুমি যে ঘুমিয়েছো আধাঁরে।
বিধাতার তরে ফরিয়াদ করে
কত ফেলেছি নয়নজল,
মোর প্রিয়াকে বেহেস্ত রাখিও
দুটি আঁখি বলে ছলছল।