প্রভু, আবার আসিতে মন চায়
নদী মাঠ প্রান্তর শোভিত এই বাংলায়।
মম হৃদয়খানি কাঁদবে জানি বাংলা দেখার ব্যকুলতায়।।
প্রভু, দেখার দিয়েছিলে অনেক কিছু
আবার মৃত্যুকে লাগিয়ে দিয়েছ পিছু।
সাধ না মিটিল আশা না পুরিল
শূন্য রয়ে গেল তপ্ত হৃদয়।।
প্রভু, ক্ষমা যদি পাই কোন কর্ম গুণে
সেদিন বাংলাকে রেখ তুমি আমার সনে।
বাংলাহীন মম হৃদয় যেন কাতরাবে তখনও করুণ ব্যথায়।।