এমন নেতা কোথায় পাবো, যে দেশকে ভালবাসে?
জনতার দুঃখে কাঁদে, সুখে সবার হাসে।
প্রজা সকল ভূখা রেখে নিজে নাহি খায়
সাধারনের দুঃখ দেখে হেঁটে খালি পায়।
বিলাশ-বৈভব,অর্থ বিত্তের কিছু নাহি লোভ
বিরোধী মতের প্রতি থাকবে নাতো ক্ষোভ।
উঁচু-নিচু ভেদ ভুলে বক্ষে লবে তুলে
মমতার হাত বুলাবে অনাথ শিশুর চুলে।
সকল ধর্ম-বর্ণের প্রতি থাকবে সমান মন
"জীবন দিয়ে করব সেবা" হবে তাঁহার পণ।
নদীর জলে করবে গোসল প্রজা সাথে লয়ে
ক্লান্ত জনের সাথী হবে নিজে ক্লান্তি বয়ে।
দুয়ার খানি থাকবে খোলা সকলের তরে
ভালবাসায় গৃহ খানি থাকবে তাঁহার ভরে।
মুটে,মুজুর,কামার,তাঁতী যেথায় যত আছে
ভ্রাত সম সম্মানটুকু পাবে তাঁহার কাছে।
নিজ দেশের নিশান খানি শিরে ধারণ করে
সব জাতিকে দেখাবে তা বিশ্ব ঘুরে ঘুরে।
শহীদের রক্তে ভেজা এক ইঞ্চিও মাটি
নিতে কভু নাহি দিবে কোদাল দিয়ে কাটি।
বন্যা-খড়া,ঝড়-বৃষ্টি কিংবা জলোচ্ছাসে
পীড়িত জন পায় যেন সব সময় পাশে।
নেতার দেহে থাকবে এঁটে কাদা মাটির ঘ্রাণ
মুখ খানা তাঁর দেখে জুড়াবে আম-জনতার প্রাণ।
রাজ প্রাসাদ আর অট্টালিকার মাঝে শুয়ে থেকে
কেমন করে সোনার দেশের ছবি যাবে এঁকে?
খাট-পালঙ্ক, দাস-দাসী ঘেরা যাহার জীবন
কি করে বুঝিবে সে দুঃখ-কষ্ট কেমন?
অনাহারে না থেকে কি বুঝে ক্ষুধার জ্বালা
কি যাতনায় মঙ্গা বাসির জীবন হয় কালা?
রক্ত বেঁচে শিশু খাদ্য কিনে আনে ঘরে
সুখী রাজা বুঝবে কি তা থেকে প্রাসাদ পরে?
দুঃখীর মর্ম বুঝতে হলে বরতে হবে দুখ্
তবেই যদি দুঃখী বাংলার উজ্জ্বল হয়গো মুখ।
সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই
ষোল কোটির মাঝে কি তার একটি খুঁজে পাই?
যে নেতার দিলে কেবল প্রতি হিংসার জ্বালা
তাহার গলায় বারে বারে পরাই বিজয় মালা।
আমারা যদি ভুল করি ভাই নেতা নির্বাচনে
আমাদেরই পুড়তে হবে নিজের দেয়া আগুনে।
বিষক্ত সর্প যদি এনে রাখো ঘরে
সন্তান তোমার দংশিত হলে করিবে কি পরে?
তাইতো মোদের ভাঙতে হবে চিরায়ত ধারা
নেতা তাদের করতে হবে 'এদের' বাইরে যারা।
রাজার ছেলে রাজা হবে, তাহার ছেলে পরে
এমন হলে গনতন্ত্র যাবে হয়তো মরে।
কাদা মাটির ক্ষেত হতে চাষা তুলে এনে
বসিয়ে দিতে হবে সিংহাসনে টেনে।
চাষার দেশের মন্ত্রী যদি হয় 'ব্যারিষ্টার'
অনাহারে মরলে সবাই কি দোষ দিবে তার?
'অক্সফোর্ডে'এ পড়ে কি আর কাদা চেনা যায়?
কাদা,মাটি চিনতে হলে তা মাড়াতে হবে পায়।
ভেড়ার রাজা ভেড়াই হবে, হস্তী হলে পরে
হাতীর পায়ে পিষ্ট হয়ে সবাই যাবে মরে।
তাই বাঙালি গাত্র তুলো, খুলো হৃদয় খানি
বাংলাদেশে সোনালী সূর্য আনতে হবে জানি।
তোষামোদ আর মার্কার নেতা বাদ দিলে পরে
উঁচু মাথা নিয়ে বাঙালি দাঁড়াতে পারবে ভবে।
দাদা মরলে বাবা নেতা, বাবা মরলে আমি
আমি মরলে আমার ছেলে হবে সবার দামি।
এই যদি হয় নেতাচক্র, গনতন্ত্রের ছবি
কবে নেতা হবে তবে ভালোবাসার কবি?
রাজার চোর-চোট্টা ছেলে, সেও হলে রাজা
জনগণকে সইতে হবে সারা জীবন সাজা।
তাইতো বলি ভেঙে ফেল মান্দাতার কাড়া
সবাই মিলে আনতে হবে নতুন শ্রোতধারা।
দলের চেয়ে দেশকে তুমি ভালবাসলে পরে
সোনালী সুখ আসবে দেখ প্রতি বাংলার ঘরে।
ত্রিশ লক্ষ শহীদের দেশ,কারো বাবার নয়
তবে কেন সত্য বুঝতে এত দেরি হয়?
স্বাধিনতার সুখ পেলে না চল্লিশ বছর ধরে
বলতে পারো, সুখ পাবে কি একশ বছর পরে?
জেগে ওঠো তরুণ সমাজ,থেকো না বদ্ধ ঘরে
অভাগা এই দেশ তাকিয়ে আছে তোমার পরে।
'পূর্ব' করেছে ভুল তোমার শোধার পালা
অগ্রভাগে চলে এসো পরতে বিজয় মালা।
'আগামীর নেতা'র ছবি দেখি তোমার মাঝে
কঠিন পথ পেড়িয়ে তবে প্রমাণ দেবে কাজে।।