প্রশ্ন করি যদি তোমায়,
তোমার বড় বন্ধু কে?
তুমি উত্তরে বলো যদি মা
তোমার উত্তর হলো না।
তুমি উত্তরে বলো যদি বাবা
তোমার উত্তর হলো না।
প্রশ্ন ..... তোমায়।।


দু'দিনের পার্থিব প্রেক্ষাপটে
মা বাবা ভাই বোন বন্ধু বটে।
কবর হাশর আর পুলসিরাতে
থাকবে কি তারা বলো তোমার সাথে?
থাকবে না থাকবে না থাকবে না
তোমার উত্তর হলো না।
আবার পৃথিবীর আবহাওয়ায়
সবাই কেমন যেন পর হয়ে যায়।
পতৃক সম্পদ ভাগাভাগি
ভাইয়ে ভাইয়ে হয় রাগারাগি।
কেউ হানে জীবনে চরম আঘাত
শুরু হয় সম্পর্কের সংঘাত।
এবার বলোনা তুমি একটু ভেবে
পরম বন্ধু কে তোমার ভবে?
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ।


তোমার আমার তরে একটি মুখ
পৃথিবীতে করেনি তো এতটুকু সুখ।
অজস্র যন্ত্রণা সয়েছে ধুকে
কাঁদছে শুয়ে আজও কবর বুকে।
রোজ হাশরের কঠিন দিনে
ঠেকবে যখন তুমি বিশাল ঋণে;
কি করে পেরুবে তুমি দুর্গম পথ
বলোনা তাঁহার সাফায়াত বিনে?
বলো কে? সে কে? বলো কে?
রাসূল, রাসূল আমার দয়ার রাসূল।


পৃথিবীতে বাবা মা সবার উপর
তাঁদের উপরে রেখো আল্লাহ রাসূল।
সাবধান ! সাবধান ! সাবধান !
এই সমীকরণে কভু করোনা কো ভুল।